6
ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর কথা
1 সদাপ্রভু কি বলছেন তা শোনো,
“ওঠো, পর্বতের সামনে আমার কথা পেশ করো;
তুমি যা বলছ তা পাহাড়গুলি শুনুক।
2 “হে পর্বতসকল, সদাপ্রভুর অভিযোগ শোনো;
হে পৃথিবীর চিরস্থায়ী ভিত্তিমূলগুলি, তোমরাও শোনো।
তাঁর নিজের লোকদের বিরুদ্ধে সদাপ্রভুর কিছু বলার আছে;
তিনি ইস্রায়েলীদের বিরুদ্ধে একটি অভিযোগ আনছেন।
3 “হে আমার লোকেরা, আমি তোমাদের কি করেছি?
কীভাবে আমি তোমাদের কষ্ট দিয়েছি? আমাকে উত্তর দাও।
4 আমি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছি
এবং দাসত্বের দেশ থেকে উদ্ধার করেছি।
তোমাদের পরিচালনা করার জন্য আমি মোশি,
হারোণ আর মরিয়মকে পাঠিয়েছি।
5 হে আমার লোকেরা, স্মরণ করো
মোয়াবের রাজা বালাক তোমাদের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছিল,
এবং বিয়োরের পুত্র বিলিয়ম কি উত্তর দিয়েছিল।
শিটিম থেকে গিল্গল পর্যন্ত তোমাদের যাত্রার কথা মনে করো,
যেন তোমরা সদাপ্রভুর ধার্মিকতার কাজগুলি জানতে পারো।”
6 আমি কি নিয়ে সদাপ্রভুর সামনে যাব
এবং স্বর্গের ঈশ্বরের উপাসনা করব?
আমি কি হোমবলির জন্য তাঁর সামনে যাব,
কয়েকটি এক বছরের বাছুর নিয়ে?
7 সদাপ্রভু কি হাজার হাজার মেষ,
কিংবা দশ হাজার নদী ভরা জলপাই তেলে খুশি হবেন?
আমার অন্যায়ের জন্য কি আমি আমার প্রথম সন্তান,
আমার পাপের জন্য নিজের শরীরের ফল উৎসর্গ করব?
8 হে মানুষ, যা ভালো তা তো তিনি তোমাকে দেখিয়েছেন।
সদাপ্রভু তোমার কাছ থেকে কী চাইছেন জানো?
শুধুমাত্র এইটা যে, ন্যায্য কাজ করা ও ভালোবাসা
এবং তোমার সদাপ্রভুর সঙ্গে নম্র হয়ে চলা।
ইস্রায়েলীদের দোষ এবং তার শাস্তি
9 শোনো! সদাপ্রভু নগরের লোকদের ডাকছেন,
আর তোমার নামের ভয় করা হল প্রজ্ঞা,
“শাস্তির লাঠি এবং সেটিকে যিনি নিযুক্ত করেছেন তাঁর দিকে মনোযোগ দাও!
10 হে দুষ্ট ঘর, আমি কি ভুলে যাব অসৎ উপায়ে পাওয়া তোমার ধনসম্পদ
এবং কম মাপের ঐফা, যা অভিশপ্ত?
11 আমি কি তাকে নির্দোষ মানব যার কাছে অসাধু দাঁড়িপাল্লা
এবং থলিতে কম ওজনের বাটখারা আছে?
12 তোমাদের ধনী লোকেরা অত্যাচারী;
তোমাদের অধিবাসীরা মিথ্যাবাদী
এবং তাদের জিভ ছলনার কথা বলে।
13 সুতরাং, আমি তোমাদের পাপের জন্য ভীষণভাবে শাস্তি দেব
ও তোমাদের ধ্বংস করব।
14 তোমরা খাবে কিন্তু তৃপ্ত হবে না;
তোমাদের পেট তখনও খালি থাকবে।
তোমরা সঞ্চয় করার চেষ্টা করবে কিন্তু হবে না,
কারণ তোমরা যা কিছু রক্ষা করবে তা আমি তরোয়ালকে দেব।
15 তোমরা বীজ বুনবে কিন্তু ফসল কাটতে পারবে না;
তোমরা জলপাই মাড়াই করবে কিন্তু তার তেল ব্যবহার করতে পারবে না,
তোমরা দ্রাক্ষামাড়াই করবে কিন্তু তার রস পান করতে পারবে না।
16 তোমরা অম্রির নিয়ম পালন করেছ
এবং আহাবের পরিবারের সব অভ্যাসমতো চলেছ;
তোমরা তাদের প্রথা অনুসরণ করেছ।
সুতরাং, আমি তোমাদের ধ্বংসের হাতে তুলে দেব
আর তোমাদের লোকদের ঠাট্টার পাত্র করব;
তোমরা পরজাতিদের অবজ্ঞা ভোগ করবে।”