32
ইলীহূ
1 অতএব এই তিনজন ইয়োবকে আর কোনও উত্তর দিলেন না, যেহেতু তিনি নিজের দৃষ্টিতে নিজেকে ধার্মিক বলে মনে করেছিলেন।
2 কিন্তু রামের পরিবারভুক্ত বূষীয় বারখেলের ছেলে ইলীহূ ইয়োবের উপরে খুব ক্রুদ্ধ হলেন, যেহেতু ইয়োব ঈশ্বরের তুলনায় নিজেকে বেশি ধার্মিক বলে মনে করেছিলেন।
3 তিনি ইয়োবের তিন বন্ধুর উপরেও ক্রুদ্ধ হলেন, যেহেতু তারা কোনোভাবেই ইয়োবকে মিথ্যা প্রমাণিত করতে পারেননি, তবুও তাঁর উপরে দোষারোপ করেছিলেন।
4 এদিকে ইলীহূ ইয়োবের সাথে কথা বলার আগে অপেক্ষা করছিলেন, যেহেতু তারা সবাই বয়সে তাঁর চেয়ে বড়ো ছিলেন।
5 কিন্তু তিনি যখন দেখলেন যে সেই তিনজনের বলার আর কিছুই নেই, তখন তিনি ক্রোধে ফেটে পড়লেন।
6 অতএব বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বললেন:
“আমি বয়সে তরুণ,
ও আপনারা প্রবীণ;
তাই আমার ভয় হয়েছিল,
আমি যা জানি তা আপনাদের বলার সাহস পাইনি।
7 আমি ভেবেছিলাম, ‘বয়সই কথা বলুক;
পরিণত বছরগুলিই প্রজ্ঞা শিক্ষা দিক।’
8 কিন্তু একজন ব্যক্তির মধ্যে উপস্থিত আত্মা,
সর্বশক্তিমানের শ্বাসই তাদের বুদ্ধি-বিবেচনা দান করে।
9 যারা বয়সে প্রাচীন তারাই যে শুধু জ্ঞানবান, তা নয়,
বয়স্করাই যে শুধু যা সমুচিত তা বোঝেন, এরকম নয়।
10 “তাই আমি বলছি: আমার কথা শুনুন;
আমি যা জানি তা আমিও আপনাদের বলব।
11 আপনারা যখন কথা বলছিলেন, আমি তখন অপেক্ষা করেছিলাম,
আমি আপনাদের যুক্তি শুনছিলাম;
আপনারা যখন শব্দ খুঁজছিলেন,
12 আমি তখন গভীর মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলাম।
কিন্তু আপনাদের মধ্যে একজনও ইয়োবকে ভ্রান্ত প্রমাণ করতে পারেননি;
আপনাদের মধ্যে কেউই তাঁর যুক্তির উত্তর দিতে পারেননি।
13 বলবেন না, ‘আমরা প্রজ্ঞা খুঁজে পেয়েছি;
মানুষ নয়, ঈশ্বরই তাঁকে মিথ্যা প্রমাণিত করুন।’
14 কিন্তু ইয়োব আমার বিরুদ্ধে তাঁর শব্দগুলি বিন্যাস সহকারে সাজাননি,
ও আপনাদের যুক্তি দিয়ে আমিও তাঁকে উত্তর দেব না।
15 “তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লেন ও তাদের আর কিছুই বলার ছিল না;
তাদের শব্দ হারিয়ে গিয়েছিল।
16 আমি কি অপেক্ষা করব, এখন তারা যখন নীরব হয়ে আছেন,
এখন তারা যখন সেখানে নিরুত্তর অবস্থায় দাঁড়িয়ে আছেন?
17 আমারও কিছু বলার আছে;
আমি যা জানি তা আমিও বলব।
18 যেহেতু আমি কথায় পরিপূর্ণ,
ও আমার অন্তরাত্মা আমাকে বাধ্য করছে;
19 ভিতর থেকে আমি বোতলে ভরা দ্রাক্ষারস,
দ্রাক্ষারসে ভরা নতুন মশকের মতো, যা ফেটে পড়তে চলেছে।
20 আমাকে কথা বলতে ও উপশম পেতে হবে;
ঠোঁট খুলে আমাকে উত্তর দিতে হবে।
21 আমি কোনও পক্ষপাতিত্ব দেখাব না,
কাউকে তোষামোদও করব না;
22 যেহেতু আমি যদি তোষামোদিতে পারদর্শী হতাম,
তবে আমার নির্মাতা অচিরেই আমাকে নিয়ে চলে যেতেন।