33
মোশি গোষ্ঠীদের আশীর্বাদ করেন
1 ঈশ্বরের লোক মোশি মৃত্যুর আগে ইস্রায়েলীদের এই বলে আশীর্বাদ করেছিলেন:
2 তিনি বলেছিলেন:
“সদাপ্রভু সীনয় থেকে আসলেন
তিনি সেয়ীর থেকে তাদের উপর আলো দিলেন;
পারণ পাহাড় থেকে নিজের উজ্জ্বলতা প্রকাশ করলেন।
অসংখ্য পবিত্রজনেদের কাছ থেকে আসলেন
দক্ষিণ থেকে, তাঁর পাহাড়ের ঢাল থেকে।
3 সত্যিই তুমিই যে লোকদের ভালোবাসো;
সকল পবিত্রজন তোমার হাতে।
তোমার পায়ের নিচে তারা নত হয়,
এবং তোমার কাছ থেকে নির্দেশ নেয়,
4 মোশি আমাদের যে বিধান দিয়েছিলেন,
সেটি হল যাকোব গোষ্ঠীর ধন।
5 লোকদের নেতারা যখন একত্র হল,
ইস্রায়েলের সমস্ত বংশের সাথে,
তখন তিনি ছিলেন যিশুরূণের রাজা।
6 “রূবেণ যেন বেঁচে থাকে ও না মরে,
তার লোকসংখ্যা যেন কম না হয়।”
7 এবং তিনি যিহূদার বিষয়ে এই কথা বলেছিলেন:
“হে সদাপ্রভু, তুমি যিহূদার কান্না শোনো;
তার লোকদের কাছে তাকে আনো।
সে নিজের হাতে তার উদ্দেশ্য রক্ষা করে।
শত্রুর বিরুদ্ধে তুমি তার সাহায্যকারী হও!”
8 লেবির বিষয়ে তিনি বলেছিলেন:
“তোমার তুম্মীম ও ঊরীম আছে
তোমার বিশ্বস্ত দাসের কাছে।
মঃসাতে তুমি তার পরীক্ষা করেছিলে;
মরীবার জলের কাছে তুমি তার সঙ্গে ঝগড়া করেছিলে।
9 সে তার বাবা-মায়ের সম্বন্ধে বলেছিল,
‘তাদের প্রতি আমার কোনও সম্মান নেই।’
সে তার ভাইদের চিনতে পারেনি
বা সে তার নিজের সন্তানদের স্বীকার করেনি,
কিন্তু সে তোমার বাক্য পাহারা দিয়েছিল
এবং তোমার নিয়ম রক্ষা করেছে।
10 তোমার আদেশ সে যাকোবকে
এবং তোমার বিধান ইস্রায়েলকে শিক্ষা দেয়।
সে তোমার সামনে ধূপ জ্বালায়
এবং তোমার বেদির উপরে পূর্ণাহুতি রাখে।
11 সদাপ্রভু, তার সকল দক্ষতাতে আশীর্বাদ করো,
এবং তার হাতের কাজে খুশি হও।
যারা তার বিরুদ্ধে যাবে তাদের আঘাত করো,
যেন তার শত্রুরা আর উঠতে না পারে।”
12 বিন্যামীনের বিষয়ে তিনি বলেছিলেন:
“সদাপ্রভু যাকে ভালোবাসেন সে নিরাপদে তাঁর কাছে থাকবে,
তিনি সবসময় তাকে আড়ালে রাখেন,
এবং সদাপ্রভু যাকে ভালোবাসেন তাঁরই কাঁধের উপরে তার স্থান।”
13 যোষেফের বিষয়ে তিনি বলেছিলেন,
“সদাপ্রভু যেন তার দেশ আশীর্বাদ করেন
আকাশের মহামূল্য শিশির দিয়ে
এবং মাটির নিচের জল দিয়ে;
14 সূর্যের সেরা দান দিয়ে
এবং চাঁদের সেরা ফসল দিয়ে;
15 পুরোনো পাহাড়ের সম্পদ দিয়ে
এবং চিরকালীন পাহাড়ের উর্বরতা দিয়ে;
16 পৃথিবীর ভালো ভালো জিনিস দিয়ে
আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর দয়া দিয়ে।
যোষেফের মাথায় এসব আশীর্বাদ ঝরে পড়ুক,
ভাইদের মধ্যে যে রাজকুমার তার মাথার তালুতে পড়ুক।
17 তার মহিমা প্রথমজাত ষাঁড়ের মতো;
তার শিং বন্য ষাঁড়ের শিং।
তা দিয়ে সে জাতিদের গুঁতাবে,
এমনকি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত।
এরকমই হবে ইফ্রয়িমের লক্ষ লক্ষ লোক;
এরকমই হবে মনঃশির হাজার হাজার লোক।”
18 সবূলূনের বিষয়ে তিনি বলেছিলেন:
“সবূলূন, তোমার নিজের বাইরে যাওয়াতে আনন্দ করো,
আর তুমি, ইষাখর, নিজের তাঁবুতে আনন্দ করো।
19 তারা লোকদের পাহাড়ে ডাকবে
আর সেখানে ধার্মিকতার বলি উৎসর্গ করবে;
সমুদ্র থেকে তারা প্রচুর ধন তুলবে,
আর বালি থেকে তুলে আনবে বালির তলার ধন।”
20 গাদের বিষয়ে তিনি বলেছিলেন:
“ধন্য তিনি, যিনি গাদের রাজ্যের সীমানা বাড়াবেন!
গাদ সেখানে সিংহের মতো বসবাস করে,
সে হাত ও মাথা ছিঁড়বে।
21 সে নিজের জন্য সব থেকে ভালো স্থান নিয়েছে;
নেতার অংশ তার জন্য রাখা আছে।
লোকদের প্রধানেরা যখন একত্র হয়,
সে সদাপ্রভুর ধার্মিকতার ইচ্ছা পালন করেছে,
এবং ইস্রায়েল সম্বন্ধে তার বিচার পালন করেছে।”
22 দানের বিষয়ে তিনি বলেছিলেন:
“দান সিংহশাবক,
সে যেন বাশন থেকে লাফিয়ে আসে।
23 “নপ্তালির বিষয়ে তিনি বলেছিলেন:
“নপ্তালি সদাপ্রভুর করুণায় তৃপ্ত
আর তাঁর আশীর্বাদে পরিপূর্ণ;
সে সমুদ্র ও দক্ষিণ অধিকার করবে।”
24 আশেরের বিষয়ে তিনি বলেছিলেন:
আশের অন্যদের চেয়ে বেশি আশীর্বাদ পাবে;
সে যেন ভাইদের কাছে প্রিয় হয়,
তার পা-দুটি যেন তেলের মধ্যে ডুবে থাকে।
25 তোমার দ্বারের হুড়কাগুলি লোহা ও ব্রোঞ্জের হবে,
এবং তোমার যেমন দিন তেমন শক্তি হবে।
26 “যিশুরূণের ঈশ্বরের মতো আর কেউ নেই,
যিনি তোমাকে সাহায্য করার জন্য আকাশপথে চলেন,
ও নিজের মহিমায় মেঘরথে চড়েন।
27 যিনি আদিকালের ঈশ্বর তিনিই তোমার আশ্রয়,
এবং তার নিচে তাঁর অনন্তস্থায়ী হাত।
তিনি তোমাদের সামনে তোমাদের শত্রুদের তাড়িয়ে দেবেন,
আর বলবেন, ‘এদের ধ্বংস করো!’
28 তাই ইস্রায়েল নিরাপদে থাকবে;
যাকোব বিপদ সীমার বাইরে বসবাস করবে
শস্যের ও নতুন দ্রাক্ষারসের দেশে
যেখানে আকাশ থেকে শিশির পড়বে।
29 হে ইস্রায়েল, তুমি ধন্য!
তোমার মতো কে,
যে জাতিকে সদাপ্রভু রক্ষা করেছেন?
তিনি তোমার ঢাল ও সাহায্যকারী
এবং তোমার গৌরবজনক তরোয়াল।
তোমার শত্রুরা তোমার সামনে ভয়ে জড়সড় হয়ে থাকবে,
আর তুমি তাদের উচ্চস্থলী পদদলিত করবে।”