7
পঙ্গপাল, আগুন ও ওলন-সুতো
1 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই বিষয় দেখালেন: রাজার ভাগের শস্যচয়নের পরে যখন দ্বিতীয়বার শস্য পেকে আসছিল, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরি করছিলেন।
2 তারা যখন ভূমিজাত ফল নিঃশেষে খেয়ে ফেলল, আমি চিৎকার করে বলে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, ক্ষমা করো! কীভাবে যাকোব বেঁচে থাকবে? সে কত ছোটো!”
3 তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।
সদাপ্রভু বললেন, “এরকম হবে না।”
4 সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন: সার্বভৌম সদাপ্রভু আগুনের দ্বারা বিচার আহ্বান করলেন; তা মহা জলধিকে শুকিয়ে ফেলল ও ভূমি গ্রাস করল।
5 তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, “সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও! যাকোব কীভাবে বেঁচে থাকবে? সে কত ছোটো!”
6 তাই সদাপ্রভু অনুশোচনা করলেন।
সার্বভৌম সদাপ্রভু বললেন, “না এরকমও ঘটবে না।”
7 তারপর তিনি আমাকে দেখালেন: সদাপ্রভু একটি ওলন-সুতো হাতে ধরে ওলন-সুতোর সাহায্যে তৈরি একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন।
8 সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, “আমোষ, তুমি কী দেখতে পাচ্ছ?”
আমি উত্তর দিলাম, “একটি ওলন-সুতো।”
তখন সদাপ্রভু বললেন, “দেখো, আমি আমার প্রজা ইস্রায়েলের মধ্যে একটি ওলন-সুতো স্থাপন করছি; আমি আর তাদের ছেড়ে কথা বলব না।
9 “ইস্হাকের উঁচু স্থানগুলি ধ্বংস করা হবে,
ইস্রায়েলের পুণ্যধামগুলি বিধ্বস্ত হবে;
আমি আমার তরোয়াল নিয়ে যারবিয়ামের কুলের বিপক্ষে উঠব।”
আমোষ ও অমৎসিয়
10 এরপর, বেথেলের যাজক অমৎসিয়, ইস্রায়েলের রাজা যারবিয়ামের কাছে একটি বার্তা পাঠালেন: “আমোষ ইস্রায়েলের একেবারে কেন্দ্রস্থলে, আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত গড়ে তুলেছেন। দেশ তাঁর সব কথা সহ্য করতে পারে না।
11 কারণ আমোষ এরকম কথা বলছেন:
“ ‘যারবিয়াম তরোয়ালের আঘাতে নিহত হবে,
আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে
দূরে নির্বাসিত হবে।’ ”
12 তারপর অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও। তুমি যিহূদা দেশে ফিরে যাও। তুমি সেখানে তোমার রুটি রোজগার করো এবং সেখানেই তোমার ভবিষ্যদ্বাণী করো।
13 তুমি বেথেলে আর ভবিষ্যদ্বাণী কোরো না, কারণ এ হল রাজার নির্মিত পুণ্যধাম এবং এই রাজ্যের মন্দির।”
14 আমোষ অমৎসিয়কে উত্তর দিলেন, “আমি তো ভাববাদী ছিলাম না, ভাববাদীর সন্তানও নয়। আমি ছিলাম একজন পশুপালক। আমি সেই সঙ্গে ডুমুর গাছেরও দেখাশোনা করতাম।
15 কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চরানোর পিছন থেকে তুলে নিয়ে বললেন, ‘তুমি যাও, গিয়ে আমার প্রজা ইস্রায়েলের কাছে ভবিষ্যদ্বাণী করো।’
16 এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। আপনি বলছেন,
“ ‘ইস্রায়েলের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কোরো না,
ইস্হাক কুলের বিরুদ্ধে প্রচার করা বন্ধ করো।’
17 “সেই কারণে, সদাপ্রভু এই কথা বলেন:
“ ‘আপনার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে,
আপনার পুত্রকন্যারা তরোয়ালে পতিত হবে।
আপনার ভূমি পরিমাপ করে বিভক্ত করা হবে,
আর আপনি নিজেও এক অশুচি দেশে মৃত্যুবরণ করবেন।
আর ইস্রায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে
দূরে নির্বাসিত হবে।’ ”