66
ঈশ্বর সব জাতির বিচার করবেন
1 প্রভু যা বলেছেন তা হল,
“আকাশ আমার সিংহাসন|
আর পৃথিবী হল আমার পাদানি|
তাই তোমরা কি মনে কর আমার জন্য একটা বাড়ি বানাতে পারবে?
না, পারবে না|
তোমরা কি আমার জন্য একটি বিশ্রামস্থল বানাতে পারবে?
না! পারবে না!
2 আমি নিজেই এই সব সৃষ্টি করেছি|
যা কিছু এখানে রয়েছে তা সবই আমার সৃষ্টি,” প্রভু নিজে থেকে বলেছেন এইসব কথা|
“আমাকে বল, আমি কোন ধরণের লোকদের জন্য চিন্তা করি?
আমি গরীবদের প্রতি যত্নবান|
যারা খুব দুঃখী আমি যত্ন নিই তাদের|
আর যারা আমার কথা মান্য করে আমি তাদেরও যত্ন করি|
3 কোন কোন লোক বলির জন্য ষাঁড় হত্যা করে
কিন্তু তারা মানুষকেও নির্যাতন করে|
তারা মেষবলি দিলেও
কুকুরের ঘাড় মটকে দেয়!
তারা শস্য নৈবেদ্য দিলেও
শুয়োরের রক্তও নৈবেদ্য দেয়|
সেই মানুষগুলি ধূপ জ্বালালেও
ভালবাসে মূল্যহীন মূর্ত্তিগুলোকে|
তারা নিজেদের পথে চলতে ভালবাসে
এবং ভালবাসে তাদের ভয়ঙ্কর মূর্ত্তিগুলিকে|
4 তাই আমি ঠিক করেছি ওদের নিজেদের কৌশলই ব্যবহার করব|
মানে আমি বলতে চাইছি ওরা যে সব জিনিসকে ভয় পায় সেই সব জিনিস ব্যবহার করেই ওদের শাস্তি দেব|
আমি ওদের ডেকেছিলাম|
কিন্তু ওরা শোনে নি|
আমি কথা বলেছিলাম|
ওরা শোনে নি|
তাই আমি তাদের প্রতি একই জিনিস করব|
আমি যাকে খারাপ বলি তারা সেই সব জিনিসই করেছিল|
আমার যা অপছন্দ ওরা সেই কাজই করতে মনস্থ করেছিল|”
5 তোমরা যারা প্রভুর আদেশ মান্য কর
তাদের উচিৎ প্রভুর কথা শোনা|
“তোমাদের ভাইরা তোমাদের ঘৃণা করেছিল|
তোমরা যেহেতু আমাকে অনুসরণ করেছিলে সেহেতু তারা তোমাদের বিরুদ্ধাচরণ করেছিল|
তোমাদের ভাইরা বলেছিল, ‘প্রভুকে সম্মান জানাবার সময় আমরা তোমাদের কাছে আসব|
তখন তোমাদের সঙ্গে আমরাও সুখী হব|’
ঐ বাজে লোকগুলি শাস্তি পাবে|”
শাস্তি ও একটি নতুন জাতি
6 শোন! শহর ও মন্দির থেকে একটা জোরালো শব্দ আসছে| সেই শব্দ শত্রুদের প্রভুর শাস্তি প্রদানের| প্রভু নিজের শত্রুদের প্রাপ্য শাস্তি দিচ্ছেন|
7-8 “যন্ত্রণা ভোগ করার আগে একজন মহিলা শিশুর জন্ম দিতে পারে না| যাকে জন্ম দিচ্ছে তাকে দেখার আগেই একজন মহিলা অবশ্যই যন্ত্রণা ভোগ করে| একই ভাবে কোন লোক কি এক দিনে নতুন পৃথিবী সৃষ্টি হতে দেখেছে? কোন লোক কি এক দিনে একটি নতুন জাতির সৃষ্টি হতে দেখেছে? প্রসব যন্ত্রণার মত ঐ দেশটিরও প্রথম যন্ত্রণা থাকবে| জন্ম যন্ত্রণার পরই দেশটি তার ছেলেমেয়েদের অর্থাৎ একটি নতুন জাতির জন্ম দেবে|
9 একই ভাবে কোন নতুন জিনিসকে জন্মগ্রহণের অনুমতি না দিয়ে আমি কাউকে যন্ত্রণা দেব না|”
প্রভু বলেন, “আমি প্রতিজ্ঞা করছি, কোন নতুন জিনিষকে জন্ম দেওয়া ব্যতিরেকে আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব না|” ঈশ্বর বলেন,
10 জেরুশালেম সুখী হও|
জেরুশালেমকে যারা ভালবাসে তারা সুখী হও|
দুঃখ জনক ঘটনা জেরুশালেমে ঘটেছে|
তাই তোমাদের কেউ কেউ বিষন্ন|
কিন্তু এখন তোমাদের খুশি হওয়া উচিৎ|
11 কেন? কারণ তার স্তন থেকে দুধ বেরিয়ে আসার মতো তোমরা করুণা পাবে|
সেই “দুধ” সত্যি তোমাদের সন্তুষ্ট করবে|
তোমরা সেই দুধ পান করে তার সমৃর্দ্ধিতে নিজেদের সন্তুষ্ট করবে|
12 প্রভু বলেন, “দেখো!
আমি তোমাদের শান্তি দেব, শান্তি আসবে নদীর মতো|
পৃথিবীর সব জাতির কাছ থেকে আসবে ঐশ্বর্য|
ঐশ্বর্য আসবে বন্যার জলের মতো|
তোমরা শিশুর মতো সেই ‘দুধ’ পান করবে|
আমি তোমাদের কোলে তুলে নেব, হাঁটুতে বসিয়ে দোল খাওয়াব|
13 মা যেমন তার ছেলেকে আরাম দেয়, আমি তোমাদের সেই ভাবে আরাম দেব
এবং তোমরা জেরুশালেমে আরাম পাবে|”
14 তোমরা যা দেখবে তাতেই আনন্দ পাবে|
তোমরা ঘাসের মত মুক্ত এবং বড় হবে|
প্রভুর দাসরা দেখতে পাবে তাঁর ক্ষমতা
কিন্তু শত্রুরা দেখতে পাবে প্রভুর রোধ|
15 তাকাও, প্রভু আগুন নিয়ে আসছেন|
ঝড়ের মতো প্রভুর রথ আসছে|
প্রভু সেই সব লোকের ওপর তাঁর শাস্তি প্রদান করবেন|
যখন তিনি রুদ্ধ, তখন তিনি ওইসব লোকদের আগুনের শিখা দিয়ে শাস্তি দেবেন|
16 প্রভু লোকদের বিচার করবেন|
তারপর তিনি লোকদের আগুন আর তরবারি দিয়ে ধ্বংস করবেন|
বহু মানুষেরই তিনি বিনাশ ঘটাবেন|
17 সেই সব লোকরা তাদের বিশেষ বাগানগুলিতে পূজোর আগে নিজেদের শুদ্ধ করবার জন্য স্নান করে| নিজেদের বিশেষ বাগানে তারা একে অন্যকে অনুসরণ করে| যখন তারা তাদের মূর্ত্তির পূজা করে তারপর প্রভু ঐসব লোকদের ধ্বংস করবেন| ঐসব লোকরা শুয়োর ও ইঁদুরের মাংস এবং অন্যান্য নোংরা জিনিস খায়| তবে তারা সবাই একসঙ্গে ধ্বংস হবে| প্রভু স্বয়ং একথা বলেছেন|
18 “ঐসব লোকদের চিন্তায় ও কাজে রয়েছে অপকর্ম| তাই আমি আসছি ওদের শাস্তি দিতে| আমি সব জাতির সব মানুষকে একত্রিত করব| সব লোকরা একসঙ্গে এসে আমার ক্ষমতা দেখবে| আমি কাউকে কাউকে বিশেষ চিহ্ন দিয়ে রাখব এবং তাদের রক্ষা করব|
19 যারা রক্ষা পেয়েছে তাদের কয়েক জনকে আমি তর্শীশ, লিবিয়া, লূদ, তূবল, গ্রীস ও অন্যান্য দূরবর্তী দেশসমূহে পাঠাব| ঐসব লোকরা কখনও আমার সম্বন্ধে শোনেনি| তারা কখনও আমার মহিমা দেখেনি| তাই রক্ষা পাওয়া ওই সব লোকরা অন্যান্য জাতিগুলিকে আমার মহিমার কথা জানাবে|
20 তারাই তোমাদের ভাইবোনদের অন্যান্য সমস্ত জাতি থেকে নিয়ে আসবে| তারা তোমাদের ভাইবোনদের আনবে জেরুশালেমে, আমার পবিত্র পর্বত সিয়োনে| তোমাদের ভাইবোনরা আসবে ঘোড়া, গাধা, উট, যুদ্ধে ব্যবহৃত ছোট ছোট যান প্রভৃতিতে চেপে| প্রভুর মন্দিরে ইস্রায়েলের মানুষরা যেমন উপহার নিয়ে যায় তেমনি তোমাদের ভাই-বোনরা উপহার হয়ে আসবে|
21 আমি বেছে কাউকে যাজক এবং কাউকে যাজকদের সাহায্যকারী বানাবো|” তা প্রভু স্বয়ং একথাগুলি বলেছেন|
নতুন স্বর্গসমূহ এবং নতুন পৃথিবী
22 “আমি একটি নতুন পৃথিবী তৈরী করব এবং এই নতুন পৃথিবী ও নতুন স্বর্গ থাকবে অনন্তকাল| একই ভাবে তোমাদের নাম ও তোমাদের শিশুরা আমার সঙ্গে থাকবে সর্বক্ষণ|
23 সব লোকরা প্রার্থনার দিনে আমার উপাসনা করতে আসবে| তারা প্রতি মাসের প্রথম দিন এবং বিশ্রামের দিন আমার উপাসনা করতে আসবে|
24 “ঐসব লোকরা থাকবে আমার পবিত্র শহরে এবং তারা শহরের বাইরে গেলেই আমার বিরুদ্ধে পাপ কাজে লিপ্ত মানুষদের মৃতদেহ দেখতে পাবে| সেই দেহে কৃমি থাকবে এবং সেই কৃমিরা কখনও মরবে না| আগুন পুড়িয়ে দেবে দেহগুলিকে এবং ঐ আগুন কখনও নিভবে না|”